দুর্গাপুরের ৪৩ নং ওয়ার্ডের অন্তর্গত হো চি মিন সরণি এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট রয়েছে। এলাকাটি দুর্গাপুরের ৪ নং বরো এলাকায়। দুর্গাপুর পুরসভা পানীয় জলের সংকট মেটাতে এখনও পর্যন্ত স্থায়ী কোন সমস্যার সমাধান করতে পারেনি বলে অভিযোগ স্থানীয় মানুষের। শীত, গ্রীষ্ম, বর্ষা সব সিজনেই পানীয় জলের সংকট একটি বড় সমস্যা স্থানীয় মানুষের। সামনেই দুর্গাপুজো। তাই পানীয় জলের সংকট নিরসনের দাবিতে শনিবার সকালে স্থানীয় মানুষ ব্যস্ত রাস্তা বাঁকুড়া মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বেশ কিছু সময় অবরোধ চলার পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

এদিন অবরোধের জেরে ‌বাকুড়া-দুর্গাপুর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পথ চলতি মানুষ চরম দুর্ভোগে পড়েন। ব্যস্ত সময়ে রাস্তায় প্রবল যানজট সৃষ্টি হয়। স্থানীয় মানুষের অভিযোগ, দুর্গাপুর পুরসভা থেকে পানীয় জলের সংকট মেটাতে আজ পর্যন্ত কোন ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট রয়েছে এলাকায়। আমরা চরম দুর্ভোগে রয়েছি। তাই পুজোর মুখে পানীয় জলের সংকট মেটাতে আমরা এবার পথে নামতে বাধ্য হলাম। বিক্ষোভরত মানুষজনের হুমকি, অবিলম্বে এলাকায় পানীয় জলের সংকট মেটাতে দুর্গাপুর পুরসভা উদ্যোগ না নিলে আগামী দিনে আমরা আরও বড় আন্দোলনের পথে পা বাড়াব।

৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘হো চি মিন সরণি এলাকাটি দুর্গাপুরের অন্যান্য জায়গার থেকে অপেক্ষাকৃত উঁচু এলাকা। তাই পানীয় জল পৌঁছাতে বেশ সময় লাগে। স্বাভাবিকভাবেই এলাকায় একটু পানীয় জলের সমস্যা রয়েছে তবে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং পানীয় জলের সমস্ত সমস্যা খুব শীঘ্রই মিটতে চলেছে এটা এলাকার বাসিন্দারা সকলেই জানেন।’ তিনি আরও বলেন, ‘আসলে বিরোধীদের কোন কাজ নেই। তাই কেবলমাত্র নিজেদের অস্তিত্ব জানান দিতেই বিরোধীতা করছে। আর বিভিন্ন ইস্যুতে মানুষকে উস্কে দিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করতে চাইছে। সিপিএম ও বিজেপি কর্মীরা জানেন এলাকায় পানীয় জলের সমস্যা শীঘ্রই মিটে যাবে, তাই সিপিএম ও বিজেপি কর্মীরা কৌশলে মানুষজনদের ভুল বুঝিয়ে ক্ষেপিয়ে তুলে পথে নামিয়েছে।’

Like Us On Facebook