অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ উঠল দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডে এমএএমসি টাউনশিপ এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, পাচারের উদ্দেশ্যে মঙ্গলবার অবৈধভাবে বেশ কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলে এলাকার দুষ্কৃতিরা। এই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ তড়িঘড়ি বনদফতরকে গাছ কেটে পাচার হচ্ছে বলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর বনদফতরের কর্মীরা ছুটে আসেন। ঘটনাস্থল থেকে দু’জন অভিযুক্তকে আটক করা হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এমএএমসি টাউনশিপের বি-১ এলাকায় দীর্ঘদিনের পুরানো শালগাছ, নিম গাছ সহ মূল্যবান গাছ রয়েছে। এদিন এলাকার দুষ্কৃতিরা ওই এলাকা থেকে মূল্যবান ৬ টি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বনদফতরের কর্মীরা এসে দু’জন দুষ্কৃতিকে আটক করে নিয়ে যায়।