কাঁকসার মলানদিঘিতে মহিলার গলায় ধারালো অস্ত্র ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ‘ব্যাংক মিত্র’ শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগ মলানদিঘির এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম জয়ন্ত লোহার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত বারোটা নাগাদ।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্যাঙ্ক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাসের মা কল্পনা রুইদাসের অভিযোগ, তিনি রাতে যখন শুয়ে ছিলেন তখন আচমকাই এক যুবক তাঁর গলায় ধারালো অস্ত্র ধরে এবং মুখ ছেপেধরে। প্রচন্ড গরম থাকায় দরজা খোলা রেখেই তিনি ঘুমাচ্ছিলেন, সেই সুযোগে ওই যুবক ঘরে ঢুকে তাঁকে আক্রমণ করে। তাঁর ঘরের ভিতর দিয়ে ব্যাংক মিত্র শাখায় যাওয়ার একটি দরজা আছে। ওই যুবক সেখানে ঢোকারও চেষ্টা চালায় বলে অভিযোগ। কিছুক্ষণ ধস্তাধস্তির পর কল্পনাদেবী চিৎকার করতে থাকায় ওই যুবক মোবাইল ফেলে ঘটনাস্থল ছেড়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চম্পট দেয়। কল্পনাদেবীও ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। শনিবার সকালে ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ব্যাঙ্ক মিত্রের দায়িত্বে থাকা প্রশান্ত রুইদাস অভিযোগ করেন, এলাকার যুবক জয়ন্ত লোহার এই কাজ করেছে। খবর দেওয়া হয় কাঁকসার মলানদিঘি ক্যাম্পের পুলিশকে। পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্ত যুবককে আটক করে। পুলিশ পুরো ঘটনা ক্ষতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।