আসানসোল স্টেশন থেকে একটি শিশু চুরির ঘটনায় একটি কিশোর ও তার মাকে আটক করল আসানসোল উত্তর থানার পুলিশ। অভিযোগ, দুদিন আগে ওই কিশোর তার মায়ের নির্দেশে আসানসোল স্টেশন থেকে এক ভবঘুরে শিশুকে ফুঁসলিয়ে নিয়ে চলে যায়। পরে তার মা ওই শিশুটিকে একটি মিষ্টির দোকানে নাকি দুহাজার টাকায় বিক্রি করে দেয়।

রবিবার ফের ওই কিশোর আসানসোল স্টেশনে এলে তাকে চিনতে পারে নিখোঁজ হওয়া শিশুর মা। তাঁর দাবি নিখোঁজ হওয়ার দিন এই কিশোর তার শিশুকে নিয়ে গিয়েছিল। জেরার মুখে অভিযুক্ত কিশোর স্বীকার করে তার মায়ের নির্দেশেই শিশুটিকে নিয়ে গিয়েছিল। মা ওই শিশুটিকে দু’হাজার টাকায় আসানসোলের একটি মিষ্টির দোকানে বিক্রি করে দেয়। জানা গেছে, এই ঘটনাই প্রথম নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে ওই মহিলা। এমনকি টাকা জোগাড় করতে নিজের সন্তানদেরও বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ। আসানসোল উত্তর থানার পুলিশ ওই মহিলা এবং তার সন্তানকে আটক করেছে।

Like Us On Facebook