সোশ্যাল সাইটে আপত্তিকর পোস্ট ও গালিগালাজকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের দিনে উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতাড়ের খুরুল গ্রামে। গ্রামের কিছু মানুষ অমিত ঘোষের বাড়িতে গিয়ে তার করা আপত্তিকর পোস্ট সোশ্যাল সাইট থেকে তুলে নেওয়ার আবেদন করে।

অভিযোগ অমিত ঘোষ পোস্ট মুছে না দিয়ে গ্রামের যারা আপত্তি জানিয়েছিল তাদের গালিগালাজ করে ও হুমকি দেয়। ক্ষুব্ধ হয়ে এরপর অমিত ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালে পুলিশ অমিত ঘোষকে শনিবার গ্রেফতার করে। উল্লেখ্য, সোশ্যাল সাইটে অমিত ঘোষ স্বাধীনতা দিবসের দিন খুরুল গ্রামের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উল্টো করে তোলা হয়েছে সেই ছবি পোস্ট করে। পাশাপাশি ওই ছবির নীচে আপত্তিকর ভাষা লেখা হয় বলে অভিযোগ। রবিবার ধৃত অমিত ঘোষকে বর্ধমান আদালতে তুললে বিচারক জামিন মঞ্জুর করেন।

Like Us On Facebook