আন্তর্জাতিক হিন্দি পরিষদের এক অনুষ্ঠানের প্রস্তুতিকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক এলাকা। পার্ক লিজ নেওয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অনুষ্ঠান আয়োজনে বাধা দেওয়ার অভিযোগে সরব হলেন স্থানীয় কাউন্সিলর। অপরদিকে পার্ক লিজ নেওয়া কর্তৃপক্ষের অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের জন্য তাঁদের কোন অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেনি অনুষ্ঠানের আয়োজক সংস্থা। দু’পক্ষের পরস্পরবিরোধী অভিযোগের মধ্যে একে অপরের কর্মীদের বিরুদ্ধে মারধর অভিযোগে সরগরম হল দুর্গাপুর।
কুমারমঙ্গলম পার্কটি ডিএসপির কাছে লিজ নিয়েছিলেন দেবাশীষ রায়ের সংস্থা। দেবাশীষবাবু বিজেপি কর্মী। বর্তমানে লিজ সংক্রান্ত ব্যাপারে দেবাশীষবাবুর সংস্থার সঙ্গে দুর্গাপুর ইস্পাত কারখানার মামলা চলছে। দেবাশীষবাবুর অভিযোগ, পার্কে একটি সংস্থার ফুড সেন্টারকে সাব লিজ দেওয়া হয়। কিন্তু ওই সংস্থার লিজের সময় পেরিয়ে গেলেও চুক্তি মতো টাকা না দিয়ে বহাল তবিয়তে ফুড সেন্টারটি চালাচ্ছে। তারাই বিনা অনুমতিতে ২৩ ফেব্রুয়ারি কুমারমঙ্গলম পার্কে আন্তর্জাতিক হিন্দি পরিষদের একটি অনুষ্ঠান করছে। আমরা বাধা দেওয়ায় আমাকে এবং আমাদের কর্মীদের মারধর করা হয়। তিনজন আহত হন। রেস্টুরেন্টটি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে শূন্যে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ।
দেবাশীষবাবু সরাসরি স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ ও তাঁর দলবলের বিরুদ্ধে মারধর ও গুলি চালানোর অভিযোগ তোলেন। এদিকে স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ দেবাশীষ রায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পার্কটির লিজ টাইম শেষ হয়ে গেছে। তাই অনুমতি নেওয়ার কোন প্রয়োজন নেই। তাছাড়া আমাদের রাজ্যের একজন মন্ত্রী ডা. শশী পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এবং মেয়র দিলীপ অগস্তি সহ হিন্দি পরিষদের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের আসার কথা অনুষ্ঠানে। প্যান্ডেল তৈরি করার সময় দেবাশীষ রায় দলবল নিয়ে অনুষ্ঠান বন্ধ করার জন্য প্রথমে ধমক দেয়। তারপর মারধর করে আমাদের দলীয় কর্মীদের। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করি। রেস্টুরেন্ট ভাঙচুর বা গুলি চালিয়েছে কারা বলতে পারব না। তবে এই পার্কে অসামাজিক কার্যকলাপ চলছে দীর্ঘদিন ধরেই। সেই কারণে স্থানীয় মানুষও ক্ষুব্ধ।’ রাজীব ঘোষ রেস্টুরেন্ট ভাঙচুর বা গুলি চালানোর সঙ্গে তাঁদের কোন সম্পর্ক নেই বলে দাবি করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় কুমারমঙ্গলম পার্ক এলাকায়।