বাড়িতে দেহ ব্যবসা চালানোর অভিযোগে আটক পাটশাওড়া গ্রামের এক মহিলা। মঙ্গলবার ঘটনাটি ঘটে লাউদোহা থানার পাটশাওড়া গ্রামের দেবীপুর এলাকায়। ধৃত মহিলার নাম সরস্বতী বাগদি। প্রতিবেশীদের কাছে অভিযোগ পেয়ে মঙ্গলবার ভোরে অভিযুক্ত মহিলার বাড়িতে হানা দেয় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। ওই অভিযানে অভিযুক্ত মহিলা ছড়াও আটক করা হয় এক যুবক ও যুবতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক যুবকের বাড়ি পাণ্ডবেশ্বর থানার নবগ্রাম এবং যুবতীর বাড়ি উখড়া।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মহিলা নিজের ঘরে দেহ ব্যবসা চালাচ্ছেন। বাইরে থেকে অপরিচিত যুবক-যুবতীদের প্রায়ই ওই বাড়িতে আসতে দেখা যায়। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে দাবি করে ওই বাড়ির মালকিনকে সতর্ক করা হলেও তিনি তাতে কখনই কর্ণপাত করেননি বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। অভিযুক্ত মহিলার কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন স্থানীয়রা।