দুর্গাপুরের লাউদোহার সরকারি প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের দ্বিতীয় বর্ষের ছয় ছাত্রের বিরুদ্ধে প্রথম বর্ষের ছাত্রদের উপর র্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিভাবকদের লিখিত অভিযোগ হাতে পেয়ে ছয় ছাত্রকে সাসপেন্ড করে প্রশাসনিক তদন্ত শুরু করল দুর্গাপুর-ফরিদপুরের ব্লক উন্নয়ন আধিকারিক।
অভিযোগ, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লাউদোহা প্রাথমিক শিক্ষক শিক্ষণ কলেজের দ্বিতীয় বর্ষের ছয় ছাত্র প্রথম বর্ষের ছাত্রদের উপর র্যাগিং চালাচ্ছিল। প্রথম বর্ষের ছাত্রদের অভিভাবকরা প্রথমে বিষয়টি নিয়ে আমল না দিলেও পরে ছেলেদের উপর ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রদের বিভিন্ন ধরণের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ায় প্রথম বর্ষের ছাত্রদের অভিভাবকরা একজোট হয়ে কলেজ কর্তৃপক্ষ এবং দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহ রায়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ হাতে পেয়ে বিডিও শুভ সিংহ রায় তড়িঘড়ি লাউদোহা ফাঁড়িকে ঘটনার তদন্তে নামার নির্দেশ দেন। এদিকে প্রশাসনিক তদন্তের স্বচ্ছতার জন্য অভিযুক্ত ছাত্রদের কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে বলে জানা গেছে।