দুর্গাপুরে মেয়রের ওয়ার্ডে পুকুর ভরাটের অভিযোগ উঠল প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনার জেরে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকাবাসীদের মধ্যে। জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কুরুড়িয়া ডাঙার মিলনপল্লী এলাকায় শুক্রবার ভোর থেকে রায় পুকুরটি ভরাটের অভিযোগ উঠল৷ ঘটনাস্থলে সংবাদমাধ্যাম পৌঁছালে ঘটনাস্থলে থাকা দুটি জেসিবি মেশিন নিয়ে চম্পট দেয় চালকরা। ঘটনার অভিযোগ পেয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মেয়র ও মহকুমাশাসক।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে এই পুকুরটি দেখে আসছি। একটা সময় এখানে মাছ চাষ করা হত। এলাকার মানুষেরা ব্যবহার করত এই পুকুরটি। এলাকায় কোন অগ্নিকাণ্ড ঘটলে আগুন নেভাতে এই পুকুরের জলই একমাত্র ভরসা। কিন্তু আজ ভোর থেকে এই পুকুরটি ভরাটের কাজ হচ্ছে যা সম্পূর্ণ বেআইনি। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আরজি জানান তাঁরা।
Like Us On Facebook