দুর্গাপুরের গান্ধী মোড়ে নবনির্মিত বেসরকারি হাসপাতাল ‘হেল্থ ওয়ার্ল্ড’-এর বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠল। বুধবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার কাছে এই মর্মে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়।
মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা নিরাপদ ঘড়ুই (৪৩) পেটের অসুখ নিয়ে মঙ্গলবার দুর্গাপুর গান্ধী মোড়ের নব নির্মিত হেল্থ ওয়ার্ল্ড-এ ভর্তি হন। রোগীর পরিবারের অভিযোগ, বুধবার সকালে কিছু ইনজেকশন দেবার নাম করে কিছু কাগজপত্রে সই করিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে হঠাৎ হাসপাতালের পক্ষ থেকে নিরাপদবাবুর মৃত্যুর খবর জানানো হয়। পরিবারের লোকজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে নিরাপদবাবুর মৃত্যু হয়েছে। গোটা বিষয়টি ধোঁয়াশা মনে করছেন মৃত নিরাপদ ঘড়ুই-এর পরিবার। নিরাপদ ঘড়ুই-এর দাদা তারাপদ ঘড়ুই-এর অভিযোগ, চিকিৎসায় গাফিলতিতেই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারাপদ ঘড়ুই বলেন, আমরা ভাইয়ের মৃত্যুর আসল কারণ অনুসন্ধান করতে দুর্গাপুরের মহকুমা শাসকের দারস্থ হয়েছি। গোটা বিষয়টি রহস্যজনক। আমরা মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানাচ্ছি। মৃতদেহের ময়নাতদন্ত হলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। নব নির্মিত হেল্থ ওয়ার্ল্ড-এ চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর খবর চাউর হতেই শিল্পাঞ্চল জুড়ে চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।