বীরভূম বিজেপির প্রাক্তন জেলা সভাপতি নির্মল চন্দ্র মন্ডল তৃণমূল কংগ্রেসের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার এক জনসভায় খুনের হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সারাদিন দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা বিতর্কিত বিজেপি নেতাকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়ে দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানায় অভিযুক্ত নেতার নামে এফআইআর দায়ের করে।
দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা একজোট হয়ে বিতর্কিত নেতার গ্রেফতারের দাবিতে কোকওভেন থানায় বিক্ষোভ দেখিয়ে এফআইআর দায়ের করে। একই ভাবে কাঁকসা থানা সহ দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানায় এফআইআর দায়ের করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের পক্ষ থেকে। পাশাপাশি এদিন নাগরিকপঞ্জি ইস্যুতে অসমের শিলচরে তৃণমূল প্রতিনিধিদের হেনস্থার প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা বুকে কালো ব্যাজ পরে আসানসোল ও দুর্গাপুরে কালাদিবস পালন করে প্রতিবাদ জানায়।