দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্যাথলজি বিভাগে আজ সোমবার সকালে শারীরিক অসুস্থতা নিয়ে ব্লাড টেস্ট করাতে আসেন দুর্গাপুরের বিধাননগরের স্টিল পার্কের এক গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, ওই প্যাথলজি বিভাগের ল্যাব টেকনিসিয়ান রামকেশব বন্দ্যোপাধ্যায় তাঁর শরীরের বিভিন্ন অংশে অযাচিত স্পর্শ করেন। পরে আবার রিপোর্ট আনতে গেলে ফের অযাচিত স্পর্শ করেন এবং শীলতাহানির চেষ্টা করেন। অভিযুক্ত রামকেশব বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেছেন।
হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, ঘটনার কথা শুনেছি, কিন্তু লিখিত কোন অভিযোগ পাইনি। হাসপাতালে একটি তদন্ত কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হবে। জানা গেছে, এই ব্যাপারে স্থানীয় নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর ফাঁড়ির পুলিশ হাসপাতালে আসে। অভিযোগকারী মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানা গেছে।