এক রোগীর মৃতুকে কেন্দ্র করে দুর্গাপুরের গান্ধী মোড়ের হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে মৃতের পরিজনরা ব্যাপক ভাঙচুর চালালো সোমবার সকালে। জানা গেছে, দুর্গাপুর-ফরিদপুর থানার অন্তর্গত প্রতাপপুরের চন্দন দাস নামের বছর পঁচিশের এক যুবক রাস্তার মধ্যে হঠাৎ জ্ঞান হারালে তাঁকে প্রথমে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এর পর অবস্থার অবনতি হলে চন্দনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চন্দনের বিষক্রিয়ার কারণে অসুস্থতার কথা বলেন।

এর পরেই তাকে তড়িঘড়ি দুর্গাপুরের গান্ধী মোড়ে নবনির্মিত সুপার স্পেশালিটি হাসপাতাল হেল্থ ওয়ার্ল্ডে ভর্তি করা হয়। এর মধ্যে চন্দনের পরিজনরা বাঁকুড়া মেডিকেল কলেজের দুই জন চিকিৎসককে নিয়ে চন্দনের স্বাস্থ্য পরীক্ষা করতে হেল্থ ওয়ার্ল্ডে হাজির হন। হেল্থ ওয়ার্ল্ড কর্তৃপক্ষ প্রথমে বহিরাগত দুই চিকিৎসককে দিয়ে চন্দনকে পরীক্ষা করতে দিতে অরাজি হলেও পরে মেনে নেন। এর পরে বাঁকুড়া মেডিকেল কলেজের চিকিৎসকরা চন্দনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চন্দনের মৃতু্র খবর চেপে রেখে বেআইনি ভাবে অর্থ উপার্জনের অভিযোগে মৃত চন্দনের পরিবারের লোকজন হেল্থ ওয়ার্ল্ড হাসপাতালে সোমবার ভাঙচুর চালায় এবং কয়েকজন কর্মীকে মারধর করে বলে অভিযোগ। পরে পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়। হেল্থ ওয়ার্ল্ড হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিজনদের অভিযোগ উড়িয়ে চন্দন দাসের সঠিক চিকিৎসা করা হয়েছে বলে দাবি জানান।


Like Us On Facebook