চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর ঘটনায় শনিবার় উত্তাল হল দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল। দোষীদের শাস্তির দাবিতে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করলেন। হাসপাতাল কর্তৃপক্ষের অমানবিক আচরণের বিরুদ্ধে সরব হলেন মৃত শিশুর পরিবার পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স নামানো হল আইকিউ সিটি হাসপাতালে।
জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ৪নং ওয়ার্ডের অধীন পারদই গ্রামের বাসিন্দা পেশায় গাড়ি চালক দীপক ঘড়ুই ও তাঁর স্ত্রী সমাপ্তি ঘড়ুইয় তাঁদের দু’বছরের শিশুপুত্র অভিজিৎ ঘড়ুইকে সর্দি-কাশি ও হালকা গা গরমের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য স্থানীয় আইকিউ সিটি হাসপাতালের আউটডোরে যান শুক্রবার। আইকিউ সিটি হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জয়ন্ত কুমার মদুলির পেসেন্ট অভিজিৎ ঘড়ুই। কিন্তু শুক্রবার ডা. জয়ন্ত কুমার মদুলি না থাকায় অভিজিৎকে দেখেন আই কিউ সিটি হাসপাতালের আর এক শিশু বিশেষজ্ঞ। ওই চিকিৎসক সমাপ্তিদেবী ও দীপকবাবুকে তাঁদের সন্তান অভিজিৎকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার পরামর্শ দেন বলে অভিযোগ।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘড়ুই দম্পতি শুক্রবারই আইকিউ সিটি হাসপাতালে তাঁদের সন্তানকে চিকিৎসার জন্য ভর্তি করে দেন। এরপরেই চিকিৎসকের পরামর্শে অভিজিৎকে একটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে ছোট্ট অভিজিৎ নেতিয়ে পড়ে ও অবস্থার অবনতি হয় বলে অভিযোগ। এরপরেই অভিজিৎকে বিশেষ পর্যবেক্ষণের জন্য মায়ের কাছ থেকে সরিয়ে শিশুদের আইসিইউতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে আর শিশুর শারীরিক অবস্থা নিয়ে শিশুর পরিবারের লোকজনদের কোন সংবাদ জানানো হয়নি বলে অভিযোগ মৃত শিশুর পরিবারের।
শনিবার সকালে হঠাৎ শিশুটিকে একটি প্যাকেটে প্যাকিং করে শিশু মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে বলে অভিযোগ পরিবারের। এতেই ক্ষোভে ফেটে পড়েন শিশুর মা, বাবা সহ প্রতিবেশীরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলে এলাকার মানুষ রাস্তা অবরোধ করেন এবং আইকিউ সিটি হাসপাতালে বিক্ষোভ দেখান। পাশাপাশি অভিযুক্ত চিকিৎসক সহ সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে স্থানীয় বাসিন্দারা হাসপাতাল ও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। শেষমেশ দুর্গাপুর থানার বিরাট পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
মৃত শিশুর মা সমাপ্তি ঘড়ুই বলেন, সামান্য সর্দি-কাশি নিয়ে ওপিডিতে চিকিৎসা করাতে গেলাম। চিকিৎসক আমার ছেলেকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেন। একটি ইনজেকশন দিয়ে আমার ফুটফুটে ছেলেকে আইকিউ সিটি হাসপাতাল মেরে ফেলল অথচ আমাদের জানালো না ছেলে মারা গেছে। শনিবার মৃত ছেলেকে আমাদের হাতে তুলে দিয়ে জানালো ছেলেটি মারা গেছে। সমাপ্তিদেবী হাসপাতাল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণের জন্য দোষী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি জানান। সমাপ্তিদেবীর স্বামী দীপক ঘড়ুই বলেন, আমার ফুটফুটে ছেলেকে ভুল চিকিৎসায় মেরে ফেললো আইকিউ সিটি হাসপাতাল। আমি দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে আইকিউ সিটি হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।