চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল কাঁকসার মালনদীঘির সনকা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, ভুল গ্রুপের রক্ত দেওয়ায় এক রোগিণীর মৃত্যু হয়েছে। শনিবার মৃতার পরিবারের লোকজন এর প্রতিবাদে দিনভর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাল। সনাকা হাসপাতাল কর্তৃপক্ষ ভুল রক্ত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, দুর্গাপুরের গৌরবাজারের বাসিন্দা কৃষ্ণা চক্রবর্তীকে (৩৮) মাথায় গুরুতর আঘাত নিয়ে ১১ এপ্রিল সনাকা হাসপাতালে ভর্তি করে কৃষ্ণা চক্রবর্তীর পরিবারের লোকজন। শুক্রবার গভীর রাতে কৃষ্ণাদেবী মারা যান। শনিবার সকালে কৃষ্ণাদেবীর পরিবারের লোকজন কৃষ্ণাদেবীর নশ্বর দেহ হাসপাতাল থেকে নিতে আসেন। পরিবারের অভিযোগ, মেডিক্যাল রিপোর্টে এ পজেটিভ রক্ত দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অথচ কৃষ্ণাদেবীর রক্ত বি পজেটিভ।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একই নামের আরও এক রোগী হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি কৃষ্ণা চক্রবর্তীর রক্ত এ পজেটিভ। মৃতার রিপোর্টে তাঁকে দেওয়া রক্ত কোনভাবে বি পজেটিভের পরিবর্তে এ পজেটিভ লেখা হয়েছে। মৃতাকে সঠিক গ্রুপের রক্তই দেওয়া হয়েছে। রিপোর্ট লেখার সময় কোনভাবে ভুল হয়েছে। তাই এর সঙ্গে রোগী মৃত্যুর কোন সম্পর্ক নেই। মৃতার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের এই যুক্তি মানতে রাজি নন। মৃত কৃষ্ণাদেবীর পরিবারের লোকজনের অভিযোগ কৃষ্ণাদেবীর রক্ত বি পজেটিভ তাঁকে এ পজেটিভ রক্ত দেওয়ায় কৃষ্ণাদেবীর অকাল মৃতু ঘটেছে। দোষীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফেটে পড়েন কৃষ্ণাদেবীর পরিবার। তাঁরা হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। কাঁকসা থানা বিশাল পুলিশ মোতায়েন করে হাসপাতাল চত্ত্বরে। পরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠান হয়।