নাবালিকা অপহরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত জামালপুরের দত্তমানা। অপহরণকারী সন্দেহে এক ব্যক্তিকে পাকড়াও করে ব্যাপক মারধর গ্রামবাসীদের। পুলিশ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে গ্রামের বাসিন্দারা। উত্তেজিত বাসিন্দারা পুলিশের গাড়িও ভাঙচুর করে।ঘটনায় আহত হয়েছেন একজন সিভিক ভলান্টিয়ার সহ আরও কয়েকজন পুলিশ কর্মী। পরে জামালপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সিভিক ভলান্টিয়ার বর্তমানে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত যুবক নিতাই রাজ ও ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিখোঁজ অদিতিকেও। এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার জামালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অদিতি মল্লিক স্কুল থেকে বাড়ি না ফেরায় মেয়ের খোঁজ করতে যান বাবা হারাধন মল্লিক। একই সঙ্গে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। সন্ধ্যা নাগাদ দত্তমানা এলাকায় এক ব্যক্তির সঙ্গে অদিতিকে দেখতে পেয়ে স্থানীয় মানুষজন ওই ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে জনতার হাত থেকে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে গ্রামের বাসিন্দারা।

Like Us On Facebook