মনোনয়ন পত্র প্রত্যাহারের চাপ দিতে দুর্গাপুরের ৪০ নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী অনিতা সরকারের বাড়িতে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে বোমা মারার অভিযোগ উঠল। অভিযোগ, মঙ্গলবার রাতে জনা ১৫ যুবক নিজেদের ৪০ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ মজুমদারের অনুগামী বলে পরিচয় দিয়ে অনিতা দেবীকে ৪০ নং ওয়ার্ডের মনোনয়ন পত্র প্রত্যাহার করতে হুমকি দেয়। অনিতাদেবী রাজী না হওয়ায় রাত ১১ টা নাগাদ অনিতাদেবীর বাড়িতে প্রথমে ইট বৃষ্টি হয়। তারপরেই বোমা পড়ে বাড়ির সদর দরজায়। এই ঘটনার পর সিপিএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অনিতা সরকার বলেন, ‘পৌর নির্বাচনে আমাকে হারাতে পারবে না শাসকদল, তাই মনোনয়ন পত্র প্রত্যাহার করতে ভয় দেখাতে বাড়িতে বোমা মারল।’ ঘটনার পর অনিতাদেবীর বাড়ীতে যান সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার। পঙ্কজবাবু বলেন তৃণমূল ভয় পেয়েছে তাই নির্বাচনের আগে সিপিএম কর্মীদের উপর হামলা করছে।
Like Us On Facebook