প্রায় ২২ হাজার টাকা উধাও হয়ে গেল এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে। কাঁকসা ব্লকের আড়া অঞ্চলের বাসিন্দা দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সেখানে তাঁর পেনশনের টাকা ছিল। মে মাসের ৪ তারিখ নাগাদ তিনি দুর্গাপুরের এফসিআই মোড়ের কাছে তাঁর ব্যাংক অ্যাকাউন্টের পাস বই আপডেট করালে তিনি দেখতে পান কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ২২ হাজার টাকা গায়েব হয়ে গেছে। তৎক্ষণাৎ তিনি বিষয়টি ব্যাংকের ম্যানেজারকে জানান। ব্যাঙ্ক ম্যানেজার তাঁকে পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। বুধবার তিনি কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন।

দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, তিনি ব্যাংকের পাস বই আপডেট করতে গিয়ে দেখেন প্রায় ২২ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেছে। তিনি জানান, তাঁর কাছে কেউ ফোন করে ব্যাংকের এটিএম-এর পিন নম্বর বা অন্যান্য কোন তথ্য চায়নি। এমনকি তিনি অনলাইনে কোনরকম লেনদেন করেন না। তা সত্বেও কিভাবে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল সেই নিয়ে চিন্তায় পড়েছেন দুলালবাবু।

Like Us On Facebook