মঙ্গলবার গভীর রাতে দুর্গাপুরের বি জোন এলাকার এডিসন রোডের এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠল এলাকার অপর তৃণমূলের গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, দেবাশীষ রেজ নামের এডিসন রোডের বাসিন্দা তথা তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী। বাড়িতে ঢুকে দেবাশীষবাবুকে মারধর করা হয়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ, দুষ্কৃতীদের মূল টার্গেট ছিল দেবাশীষবাবুর ছেলে সৌরভ রেজে, এমনকি বাড়ির মহিলাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীরা শূন্যে তিন রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।
দেবাশীষবাবু বলেন, ‘এলাকার তৃণমূল কর্মী দেবাংশু রায় এবং সমীর খানের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করে। দুষ্কৃতীরা ৩ রাউন্ড গুলিও ছোড়ে।’ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় দেবাশীষবাবুকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করেই এই সংঘর্ষ।
যদিও এলাকার তৃণমূল কংগ্রেস বিধায়ক প্রদীপ মজুমদার ও স্থানীয় কাউন্সিলর রাজীব ঘোষ এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল বলে মানতে নারাজ। দুই দলীয় নেতা বলেন, ‘এটি দুটি ক্লাবের মধ্যের ঘটনা। এর মধ্যে বিভিন্ন দলের লোক আছে। যেই দলের লোকই এই ঘটনায় জড়িত থাকুন না কেন তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’