দুর্গাপুরের প্রান্তিকা অটো স্ট্যান্ডে ৪টি রুটের প্রায় ৫৬ টি অটোর পরিষেবা বন্ধ রেখে আজ চালকরা প্রান্তিকা ফাঁড়ির সামনে সমাজবিরোধীদের শাস্তির দাবিতে সোচ্চার হন। অটো চালকদের অভিযোগ, স্থানীয় বস্তির ছেলেরা অটো স্ট্যান্ডে এসে যখন তখন নেশা করছে, মহিলাদের কটূক্তি করছে। অটো চালকরা প্রতিবাদ করতে গেলে জুটছে মারধর। নিত্যদিনের এই সমস্যা থেকে রেহাই পেতে আজ স্থানীয় প্রান্তিকা ফাঁড়িতে অভিযোগ জানান অটো চালকেরা। সুরাহা না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন অটো অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বিশ্বাস। অটো পরিষেবা বন্ধ থাকায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।

Like Us On Facebook