.

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা শুরু হয়েছে দুর্গাপুরে। ভোটের গণনা শেষ হবার আগেই দুর্গাপুরের বিভিন্ন এলাকায় গন্ডগোল শুরু হয়ে যায়। সোমবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল। দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এবং ধোবীঘাট এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠল। অভিযোগের তীর শাসকদলের দিকে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজয়ী বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই অভিযোগ করেন, বাংলার মানুষ যে রায় দিয়েছেন সেটা তাঁরা মাথা পেতে নিয়েছেন। কিন্তু পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের বাইক বাহিনী তৃণমূলের, গুন্ডা বাহিনী হামলা চালাচ্ছে। রবিবার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার রাতের অন্ধকারে তাঁদের দুর্গাপুরের দুটি কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেন। তৃণমূলের কাছে শান্তি বজায় রাখার এবং পুলিশকে সজাগ থাকার আবেদন জানিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের জয়ী বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। দুর্গাপুর নগর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল নেতা রাজীব রায় বলেন, ‘ভাঙচুরের ঘটনাটা সেভাবে তিনি জানেন না। ঠিক কী ঘটেছিল বিষয়টি তাঁরা দেখছেন।’

Like Us On Facebook