কেন্দ্রীয় সরকারের বিলগ্নিকরণ সিদ্ধান্তের প্রতিবাদে অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি) বাঁচানোর তাগিদে এএসপি প্ল্যান্টের সামনে তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চে শুক্রবার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি প্রদীপ ব্যানার্জী যোগ দিলেন। প্রদীপবাবু বলেন, যেকোন মূল্যে শ্রমিক স্বার্থে আমরা এএসপি বাঁচাবো। কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস কর্মীরা একজোট হয়ে ধর্না চালাচ্ছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে এএসপি বিকগ্নিকরণের জন্য গ্লোবাল টেন্ডার ডাকে সেল। তারপরই দুর্গাপুরের শ্রমিক সংগঠনগুলি মিলিতভাবে ফের বিলগ্নিকরণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঞ্চ বেঁধে কারখানা গেটে শুরু করা হয় অবস্থান বিক্ষোভ। ন’দিন ধরে চলছে এই অবস্থান বিক্ষোভ। প্রতিদিনই তৃণমূলের নেতা-কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হচ্ছেন।