মঙ্গলবার নিজের গ্রামে আসেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর বর্তমান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি পৌঁছান নিজের গ্রাম লাউদোহার বালিজুড়ি। দুপুর দেড়টা নাগাদ স্থানীয় কালিপুর হাইস্কুলে তিনি একটি প্রশাসনিক সভায় যোগ দেন। সেই সভায় আলাপনবাবু ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমাশাসক, স্থানীয় বিডিও, পাণ্ডবেশ্বরের বিধায়ক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। দুপুর তিনটে নাগাদ প্রশাসনিক সভা শেষ করে তিনি জানান, বালিজুড়ি গ্রামে তাঁর নিজের বাড়ি। বাড়িতে আত্মীয় ও পরিচিতিদের সাথে কিছুক্ষণ সময় কাটান তিনি। তারপর গ্রামের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এরপর আলাপন বাবু তাঁর মৃত মা-এর অস্থি বিসর্জনের জন্য পৌঁছান স্থানীয় টুমনি নদীতে। নদীতে মৃত মায়ের অস্থি বিসর্জন এর কাজ সম্পূর্ণ করে তিনি পড়ি দেন কলকাতার উদ্দেশ্যে।