.
লকডাউনে পশ্চিম বর্ধমান জেলার গড়জঙ্গলে প্রাচীন শ্যামারূপা মন্দিরে রবিবার অক্ষয় তৃতীয়ার পুজো হল ভিড় এড়িয়ে নিভৃতেই। ঘন জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাচীন এই শ্যামারূপা মন্দিরে প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর ভক্তের সমাগম হয়। ব্যবসায়ীরা মায়ের মন্দিরে এসে খাতা মহরৎ করান। পুজো হয় ধুমধামে। প্রচুর ভক্ত দুপুরে মন্দিরে বসে মায়ের ভোগ প্রসাদ খেয়ে যেতেন। কিন্তু এবছর করোনার কারণে সব যেন এলোমেলো হয়ে গেছে। লকডাউন চলছে এক মাসের উপর। সংক্রমণ এড়াতে সরকারের নির্দেশে মন্দিরের দরজা আপাতত বন্ধ ভক্তদের জন্য। মন্দিরে শুধু সেবায়েত নিত্যপুজোটাই সারছেন প্রতিদিন সকালে। শুনশান মন্দির। কিন্তু এবছর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের রীতি মেনে ভক্তদের উপস্থিতি ছাড়াই সেবায়েত একাই পুজো পাঠ করেন এবং মায়ের ভোগ প্রসাদ কাক-পক্ষীদের খাওয়ালেন।