.
সোমবার দুর্গাপুরের সেন্ট মাইকেল স্কুলের সামনে ফি মকুবের দাবিতে বিক্ষোভ সমাবেশ হল। ছাত্রছাত্রীদের অভিভাবকরা সোমবার স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করেন। দুর্গাপুরে অভিভাবকদের তৈরি যৌথ মঞ্চ এদিন সেন্ট মাইকেল স্কুলের অভিভাবকদের পাশে দাঁড়ায়। স্কুলের অভিভাবকদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপ্যাল কোনভাবেই তাঁদের সঙ্গে ফি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাইছেন না। স্কুলের এক অভিভাবক মৌমিতা মন্ডল বলেন, ‘আমরা স্কুলের প্রিন্সিপ্যালকে বারবার বলছি কিন্ত তিনি আমাদের সঙ্গে দেখা করছেন না। প্রিন্সিপ্যাল বলছেন, যেসব অভিভাবকদের স্কুল ফি দিতে সমস্যা রয়েছে তাঁরা একজন করে এসে আমার সঙ্গে দেখা করে কথা বলুন। আমি সবার সঙ্গে কথা বলবো না।’ মৌমিতা মন্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি স্কুলের প্রিন্সিপ্যাল আমাদের সঙ্গে ফি সংক্রান্ত বিষয়ে কথা না বলেন তাহলে আমরা আগামী দিনে এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো’