চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে এই অভিযোগে হাসপাতালের সামনের বসে বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয় স্বজনরা। বুধবারের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ ও কমব্যাট ফোর্স।

পরিবারের অভিযোগ, পিঠে যন্ত্রণা নিয়ে গত কয়েকদিন আগে ভিরিঙ্গির বাসিন্দা ত্রেজা দেবী (৩০) ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগরের বিবেকানন্দ হাসপাতালে। তারপর অবস্থার অবনতি হতে থাকে বলে অভিযোগ। ভুল ওষুধ দেওয়ায় রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রোগীর ঠিক কি সমস্যা রয়েছে তা পরিষ্কার করে জানাচ্ছেন না চিকিৎসকেরা। এমনকি রোগীর সাথে দেখা করতে দিচ্ছে না হাসপাতাল কতৃপক্ষ – এইসব অভিযোগ তুলে মঙ্গলবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন পরিবারের লোকজন। পুলিশ ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়। এরপর বুধবার মৃত্যু হয় ত্রিজা দেবীর। মৃত্যুর পর হাসপাতালের সামনে বসে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন রোগীর পরিবারের লোকজনের। ফের ঘটনাস্থলে পৌঁছায় পুলিশও কমব্যাট ফোর্স।

বিবেকানন্দ হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট দূর্গাদাস রায়ের দাবি, রোগীর পরিবারে অভিযোগ ঠিক নয়। চিকিৎসার কোন গাফিলতি করা হয়নি। রোগী হার্টের জটিল রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতাল যথোপযুক্ত উন্নততর চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রোগীকে বাঁচানো যায় নি, এটা অত্যন্ত দুঃখের।

Like Us On Facebook