সোমবার দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ায় দুর্গাপুর পুরসভার ৪১ ও ৪৩ নং ওয়ার্ডের কিছু এলাকা প্লাবিত হয়। ডিভিসির আধিকারিকরা সোমবার বিকেলে প্লাবিত এলাকা পরিদর্শন করতে এসে স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়েন বলে জানা গেছে। ক্ষুব্ধ এলাকাবাসী পূনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করেন। শেষমেষ প্লাবিত সমস্ত এলাকা না পরিদর্শন করেই গাড়ি চড়ে এলাকা ছাড়েন ডিভিসির আধিকারিকরা।
স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, ডিভিসির আধিকারিক ও কর্মীদের মধ্যে সমন্বয়ের অভাবে এই ভাবে এলাকা প্লাবিত হল। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজবাঁধে দামোদর ক্যানেলের লক গেট না খুলেই দামোদর ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে তার ফলে জল উল্টো দিকে বইতে শুরু করায় এই বিপত্তি। তিনি জানান, যদি আরও বেশি জল ছাড়া হয় তখন কি হবে সেটাই এখন ভাবার বিষয়। তিনি বলেন, ‘প্লাবিত এলাকার মানুষজনকে স্থানীয় স্কুলে সরিয়ে আনা হয়েছে, সেখানেই তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। ত্রিপল দেওয়া হয়েছে কিন্তু দূর্ভাগ্যের বিষয় যে ডিভিসি মানুষকে দুর্ভোগে ফেলেছে তারা খোঁজ নিলনা স্থানীয় মানুষদের।’ স্থানীয় মানুষজন জানান, ফের যদি রাতে এইভাবে জল ছেড়ে দেয় তাহলে তারা সবাই সেচ দফতরে গিয়ে পৌঁছাবেন। ভুক্তভোগী মানুষজন বলেন, ‘লকডাউনে কাজ হারিয়ে আমরা চরম দুর্ভোগে পড়েছি, তার উপর এই দামোদরের জলে ডুবল বাড়িঘর। আমাদের পূনর্বাসন এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।’