চাকরির দাবিতে দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়া কারখানার গেটের সামনে দুর্গাপুর নগর নিগমের ২৮ ও ২৯ নং ওর্য়াডের বেশকিছু বাসিন্দা বিক্ষোভ দেখাল শুক্রবার। দলীয় হুইপ অমান্য করে তৃণমূল কংগ্রেসের নাম করে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখনোর অভিযোগকে কেন্দার করে দলের মধ্যেই কোন্দল শুরু হল। সগরভাঙ্গার স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা দীলিপ ধীবরের নেতৃত্বে গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় চাকরির দাবিতে শুক্রবার বিক্ষোভ হয় বলে জানা গেছে। এদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা তথা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় কারখনার সামনে এই ধরনের দলীয় নাম নিয়ে বিক্ষোভ কে দল বিরোধী কর্মসূচি বলে আখ্যা দিয়ে বিক্ষোভকারিদের দলীয় লোক নয় বলে সাফ জানিয়ে দেন।

Like Us On Facebook