.

রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে বুধবার দুর্গাপুরের লাউদোহার চন্দ্রের ডাঙা গ্রামে স্থানীয় মানুষ রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। অভিযোগ, স্থানীয় রেশন ডিলার সুশীল কুমার পাল উপভোক্তাদের কম পরিমাণে রেশন সমগ্রী দিচ্ছিলেন। ফলে এই লকডাউনের সময় স্থানীয় মানুষ প্রাপ্য রেশন পাচ্ছিলেন না। চাল, ডাল সহ সমস্ত রেশন সামগ্রী সুশীলবাবু কাটছাঁট করে দিচ্ছিলেন বলে অভিযোগ। স্থানীয় মানুষ বার বার বলা সত্ত্বেও সুশীলবাবু রেশন গ্রাহকদের কথা না শোনায় বুধবার স্থানীয় মানুষ রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাকচি ও পশ্চিম বর্ধমান জেলার কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জী। তাঁরা এসে স্থানীয় মানুষকে তাঁদের প্রাপ্য পুরো রেশন পাবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভ থামে। জানা গেছে, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও মৃণাল কান্তি বাকচি অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করেছেন। পুলিশ রেশন ডিলার ও তাঁর ছেলেকে‌ আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

Like Us On Facebook