দীর্ঘদিন ধরে নানান ধরণের কারচুপির অভিযোগ মিলছিল। এবার হাতে নাতে সেই কারচুপি ধরল স্বয়ং গ্রামবাসীরা। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বালিজুড়ি গ্রামে শুক্রবার সাতসকালে গ্রামবাসীরা কারচুপির অভিযোগ এনে রেশন ডিলারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রেশন ডিলার বিনয় মুখার্জী সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য রেশন থেকে মানুষকে বঞ্চিত করত। অভিযোগ পেয়ে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক(বিডিও) এই রেশন ডিলারকে আগেও সতর্ক করেছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
শুক্রবার সকালে রেশন নিতে এসে গ্রামবাসীদের ধৈর্য্যের বাঁধ ভাঙল। গ্রামবাসীরা রেশন ডিলারের কারচুপি হাতে নাতে ধরে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায়কে খবর দেন। বিডিও দুর্গাপুরের মহকুমাশাসককে বিষয়টি তদন্তের জন্য অনুরোধ জানিয়েছেন এবং রেশন দোকানটি বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বর্ধমান ডট কম কে জানান রেশন ডিলার বিনয় মুখার্জী সরকারি নিয়ম অনুযায়ী প্রাপ্য রেশন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করছিলেন যাবতীয় নিয়ম কানুন লঙ্ঘন করে। আমরা যথাযথ রেশন পাই না। অথচ সরকার আমাদের জন্যই রেশনে সব জিনিস স্বল্পদামে দিচ্ছে মানুষের স্বার্থে। এই কারচুপি রুখতে আজ আমরা রেশন ডিলারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাই এবং বিস্তারিত ঘটনা স্থানীয় প্রশাসনকে জানাই। প্রশাসন সূত্রে জানা গেছে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় গ্রামবাসীদের দাবি মেনে নিয়ে প্রাথমিক তদন্তে রেশনের স্টক ও রেজিস্ট্রার পরীক্ষা করে তিনি অনেক অসংগতি দেখতে পান এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেশন দোকানটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় বলেন দীর্ঘদিন ধরেই গ্রামবাসীরা অভিযোগ করছিলেন ওই রেশন ডিলারের বিরুদ্ধে। গ্রামবাসীরা শুক্রবার যথাযথ রেশন না পেয়ে বিক্ষোভ দেখান। আমি প্রাথমিক তদন্তে প্রচুর অসংগতি পেয়ে মহকুমাশাসককে তদন্তের অনুরোধ করেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে।”