জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলায় উচ্চমাধ্যমিক স্তরে দুর্গাপুরের পিয়ারিগঞ্জ চারুচন্দ্র হাইস্কুলের দুই কৃতি ছাত্রী শর্মিষ্ঠা পাল ও সুস্মিতা হালদার প্রথম স্থান অর্জন করে। শর্মিষ্ঠা ও সুস্মিতা দুই জনেই উচ্চমাধ্যমিক ছাত্রী। বর্ধমানের বিদ্যার্থী ভবন হাইস্কুলে পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান দপ্তরের উদ্যোগে গত ২১ ও ২২ ডিসেম্বর জেলা ছাত্র-যুব বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্থান থেকে আসা মডেলগুলিকে অনূর্ধ্ব দশম শ্রেণি, উচ্চমাধ্যমিক ও কলেজ স্তরে ভাগ করা হয়। অনূর্ধ্ব দশম শ্রেণি বিভাগে ৬৪ জন, উচ্চমাধ্যমিক বিভাগে ৪০ জন এবং কলেজ স্তরে ৩ জন প্রতিযোগি অংশ নেয়। তিনটি বিভাগে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীরা রাজ্য ছাত্র-যুব বিজ্ঞান মেলায় অংশ নেবে।

শিক্ষিকা ও গাইড শ্রাবনী নন্দীর সঙ্গে শর্মিষ্ঠা ও সুস্মিতা
শিক্ষিকা ও গাইড শ্রাবনী নন্দীর সঙ্গে শর্মিষ্ঠা ও সুস্মিতা

স্কুল সূত্রে জানা গেছে শর্মিষ্ঠা ও সুস্মিতা উচ্চমাধ্যমিক স্তরে অংশ নিয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে ভেষজ উদ্ভিদের ফলন বিষয়ে মডেল বানিয়ে প্রথম স্থান দখল করে। শর্মিষ্ঠা ও সুস্মিতাকে সংশ্লিষ্ট বিষয়ের উপর মডেল বানাতে সাহয্য করেন স্কুলের শিক্ষিকা শ্রাবনী নন্দী। বিজয়ী দুই ছাত্রীকে উদ্যোক্তাদের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল দিয়ে সম্মানিত করা হয়।

পরবর্তী প্রতিযোগিতা হবে রাজ্যস্তরে। কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়্যাল টেকনোলজিক্যাল মিউজিয়ামে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি রাজ্যস্তরের ওই প্রতিযোগিতায় শর্মিষ্ঠা ও সুস্মিতা বর্ধমান জেলার প্রতিনিধি হিসাবে প্রতিযোগিতায় অংশ নেবে।

বর্ধমান জেলা থেকে শর্মিষ্ঠা ও সুস্মিতা রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় পিয়ারিগঞ্জ চারুচন্দ্র হাইস্কুলে খুশির হাওয়া। শর্মিষ্ঠা ও সুস্মিতার সহপাঠী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা সকলেই দুই কৃতি ছাত্রীর প্রশংসায় পঞ্চমুখ। শর্মিষ্ঠা ও সুস্মিতার শিক্ষিকা ও গাইড শ্রাবনী নন্দী বলেন,”আমার দুই ছাত্রীই খুব মেধাবী। আমি জানতাম ওরা বর্ধমান জেলা থেকে রাজ্যস্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।” একই কথা প্রধান শিক্ষক সত্যরঞ্জন ঘোষের গলায়। সত্যরঞ্জনবাবু বলেন,”শর্মিষ্ঠা ও সুস্মিতা আমাদের স্কুলের গর্ব।” এদিকে শর্মিষ্ঠা ও সুস্মিতা বলে,”আমাদের লক্ষ্য রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করা।”