বারবার চুরির ঘটনা একই দোকানে, ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের মামড়া বাজারে। মঙ্গলবার রাতে দুর্গাপুরের মামড়া বাজারের একটি দশকর্মা দোকানে চুরির ঘটনা ঘটে। এর আগে ওই একই দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সেই চুরির কিনারা এখনও পর্যন্ত হয়নি বলে জানান ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকালে দোকান মালিক দোকানে এসে দেখেন দোকানের শাটার ভেঙে ক্যাশবাক্সে নগদ টাকা যা ছিল সব কিছু নিয়ে চম্পট দিয়েছে চোর। পুলিশকে খবর দিলে গাড়ি নিয়ে এসে পুলিশ নিয়ে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত পুলিশ আধিকারিক বলে অভিযোগ মামড়া বাজার ব্যবসায়ী মহলের। ব্যবসায়ী বিভাস দাস বলেন, ‘একই দোকানে বার বার চুরি হচ্ছে। আমরা কোন নিরাপত্তা পাচ্ছি না। অথচ মামড়া বাজার থেকে ঢিল ছো়ঁড়া দূরত্বে থানা। পুলিশ বলছে থানায় এসে গাড়ি করে পুলিশ নিয়ে যেতে। খবর দেওয়ার পর একঘন্টা পরে পুলিশ এল’। মামড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রমোদ আগরওয়ালও একই অভিযোগ করেন।