আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (এডিডিএ) আর্থিক সাহায্যে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির সংলগ্ন কুমোর বাঁধের নবনির্মিত ঘাটটির মঙ্গলবার উদ্ধোধন হল। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ফিতে কেটে কুমোর বাঁধের নবনির্মিত ঘাটের উদ্ধোধন করেন। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী, মন্দিরের প্রধান সেবাইত সাধন কুমার রায়, কুমোর বাঁধের অংশীদারগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রাচীন এই কুমোর বাঁধের জলেই প্রতিবছর ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের বাৎসরিক পুজো ও মহোৎসবের দিন মায়ের মৃন্ময়ী মূর্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরানো মূর্তির বিসর্জন দেওয়া হয়। কুমোর বাঁধের জলে ভিড়িঙ্গী শ্মশানকালী মায়ের মূর্তি বিসর্জন দেখতে প্রচুর ভক্ত সমাগম হয়। তাই প্রাচীন ও ঐতিহ্যবাহী মন্দিরের মায়ের বিসর্জন ঘাটটি সংস্কার করে নতুনভাবে নির্মাণের জন্য এডিডিএ-র উন্নয়ন তহবিল থেকে আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।
২০ ফেব্রুয়ারি কুমোর বাঁধের সংস্কার ও ঘাটের নব নির্মাণের জন্য শিলান্যাস করেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। গত পাঁচ মাস ধরে কুমোর বাঁধের সংস্কার ও ঘাটের নির্মাণ কাজ চলার পর তা শেষ হয়। মঙ্গলবার এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় নবনির্মিত ঘাটের উদ্ধোধন করেন। মন্দির সংলগ্ন মায়ের বিসর্জনের ঘাট নির্মাণের সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষ ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের প্রধান প্রবেশদ্বারটিও নতুনভাবে গড়ে তুলছেন।