পৌর নির্বাচনের প্রচার করতে গিয়ে সোমবার দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের আশীষ নগরে সিপিএম প্রার্থী অনিমা বিশ্বাস ও এসএফআই নেতা আক্রান্ত হন। সিপিএম প্রার্থী অনিমা বিশ্বাসকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এসএফআই নেতা শুভজিৎ রায় গুরুতর আহত হন। প্রতিবাদে মঙ্গলবার সিপিএম কর্মীরা একজোট হয়ে মিছিল করে এসে দুর্গাপুরের কোক ওভেন থানাতে প্রতিবাদ জানান। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা শাসকের কাছেও ডেপুটেশন দেন সিপিএম কর্মীরা। সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় বর্ধমান ডট কমকে বলেন, ‘পৌর নির্বাচনে পরাজয়ের ভয়েই শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মীরা পৌর নির্বাচনে আতঙ্ক ছড়াতে সিপিএম প্রার্থী সহ কর্মীদের মারধোর শুরু করল।’ সন্তোষবাবু আরো বলেন, ‘দুর্গাপুর শিল্পাঞ্চলে শিল্প বাঁচাও, দুর্গাপুর বাঁচাও আন্দোলনে মানুষ অভুতপূর্ব সাড়া দেওয়ায় এবং নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল শাসকদল এখন সিপিএম কে রুখতে মারধর করে ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে। কিন্তু দুর্গাপুরের মানুষ দূর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসীদের আর দুর্গাপুর পৌরসভায় ফেরাতে চায়না। মানুষ ১৩ আগস্ট সিপিএমকে ভোট যাতে দিতে না পারে তার জন্য এখন থেকেই ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে শাসকদলের গুন্ডাবাহিনী। মানুষ এর উপযুক্ত জবাব দেবে ১৩ আগস্ট ইভিএম মেশিনে।’

Like Us On Facebook