গাছের গায়ে পেরেক পুঁতে তাতে টাঙিয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন ব্যক্তি বা সংস্থার বিজ্ঞাপনের হোর্ডিং, ব্যানার, পোস্টার। দীর্ঘদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে দুর্গাপুরের বিভিন্ন রাস্তার পাশের গাছগুলিতে টাঙিয়ে দেওয়া বিজ্ঞাপন খুলে ফেলতে উদ্যোগী হল বন দফতর।
নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন গাছে পেরেক পুঁতে বিজ্ঞাপন লাগাচ্ছিল বিভিন্ন ব্যক্তি ও বিজ্ঞাপন সংস্থা। বৃহস্পতিবার থেকে দুর্গাপুরে বন দফতরের কর্মীরা অভিযান চালিয়ে সিটি সেন্টার সহ দুর্গাপুরের বিভিন্ন জায়গায় গাছে লাগানো বিজ্ঞাপন খুলে দেয়। বন দফতর সূত্রে জানা গেছে, যেসব ব্যক্তি বা সংস্থা বন দফতরের নিয়ম ভেঙে গাছে বিজ্ঞাপন লাগাবে বন দফতরের কর্মীরা সেইসব ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। গাছের স্বাস্থ্যহানি রোধে এবং সবুজ বাঁচাতে বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী।