পর পর ডাকাতির পর অবশেষে দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা ভিড়িঙ্গী বেনাচিতির নাচন রোডে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসি ক্যামেরা বসাতে চলেছে। খুব শীঘ্রই সিসি টিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে বলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে। একদা নাচন রোড বর্তমানে আনন্দগোপাল মুখার্জী সরণির উপর প্রায় ২২টি মত সরকারি-বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। একই সঙ্গে অর্থলগ্নি ও স্বর্ণ বন্ধকি সংস্থা সহ ছোট বড় বিভিন্ন সোনার দোকান ও বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এই রাস্তায়। পুলিশ ব্যাঙ্কিং আওয়ারে পেট্রলিং করলেও সিসি ক্যামেরা ছাড়া সকলকে এক সঙ্গে নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। দীর্ঘদিন ধরেই অপরাধিদের চিহ্নিত করতে দুর্গাপুর পুলিশ, দুর্গাপুর প্রশাসন ও চেম্বার অফ কমার্স যৌথ ভাবে নাচন রোডে সিসি ক্যামেরা বসানো নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছিল। কখনও অর্থ, কখনওবা প্রশাসনিক বিভিন্ন বাধায় পড়ে পুলিশের সিসি ক্যামেরা বসানোর ইচ্ছায় বারবার ব্যঘাত ঘটছিল। এর মধ্যেই নাচন রোডের দুটি ব্যাঙ্ক ও দুটি স্বর্ণ বন্ধকি সংস্থায় প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটে যাওয়ার পর ডাকাত দলকে চিহ্নত করতে পুলিশের কাল ঘাম ছুটে যাওয়ায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট শেষমেশ নিজেরাই নাচন রোড সহ দুর্গাপুরের বিশেষ বিশেষ স্থান গুলিতে অপরাধীদের চিহ্নত করতে পুলিশ উন্নতমানের সিসি টিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের সিসি টিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্তকে দুর্গাপুরের সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।
Like Us On Facebook