সিভিল সার্ভিস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পশ্চিম বর্ধমান জেলার আর্থিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়াদের সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণের জন্য ‘দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’তে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জমা নেওয়া শুরু হচ্ছে ১৫ জুলাই থেকে। চলবে ৩১ জুলাই পর্যন্ত। আবেদন পাঠাতে হবে dcgasdodgp@gmail.com ই-মেল অ্যাড্রেসে। কিভাবে আবেদন পাঠাতে হবে তা নীচে দেওয়া পিডিএফ ফাইল ডাউনলোড করে জেনে নিতে পারেন বা এই ব্যাপারে বিস্তারিত জানতে দেখে নিন দুর্গাপুর মহকুমা প্রশাসনের ওয়েবসাইট www.sdodurgapur.org।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে, যে কোন বিষয়ে স্নাতক পশ্চিম বর্ধমান জেলার আর্থিকভাবে দুর্বল মেধাবী পড়ুয়ারা দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারেন। আবেদন পর্ব সমাপ্ত হলে ১০ আগস্ট দুর্গাপুরের সৃজনী সভাঘরে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এবং ১৭ আগস্ট থেকে যথারীতি পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। মেধার ভিত্তিতে মাত্র ৫০ জন পড়ুয়াকে পিএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। সপ্তাহে একদিন সিটি সেন্টারের সেন্ট্রাল লাইব্রেরিতে অ্যাকাডেমির ক্লাস হবে।
উল্লেখ্য, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়াদের সম্পূর্ণ বিনা খরচে সিভিল সার্ভেন্ট হিসেবে কেরিয়ার গড়ে তোলার সুযোগ করে দিতে ২০১৭ সালে ‘দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি’ গড়ে তুলেছিলেন দুর্গাপুরের তৎকালীন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক শশাঙ্ক শেঠির তত্ত্বাবধানে তৎকালীন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা সহ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষাবিদদের প্রশিক্ষণে পড়ুয়াদের ভবিষ্যত গড়ে তোলার লক্ষে চালু করা দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি সকলের নজর কাড়ে। দুর্গাপুরের বর্তমান মহকুমাশাসক অনির্বাণ কোলে জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিক, বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমিকে নতুন দিশা দেখাতে এক গুচ্ছ পরিকল্পনা নিয়েছেন।
দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে বলেন, ‘সম্পূর্ণ বিনা খরচে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত গড়ে তুলতে জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে। কেবলমাত্র মেধার ভিত্তিতে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ারা এই কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। ইতিমধ্যেই দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি সকলের নজর কেড়েছে। অদূর ভবিষ্যতে পিএসসি পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণের ক্ষেত্রে নতুন দিশা দেখাবে দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমি।’
ডাউনলোড করুন দুর্গাপুর কেরিয়ার গাইডেন্স অ্যাকাডেমির আবেদনপত্র
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?