নুতন কমিশনারের পর এবার দুর্গাপুর নগর নিগম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকেই দুর্গাপুর নগর নিগম পরিচালনার দায়িত্বভার বুঝে নিলেন প্রশাসক এস অরুণ প্রসাদ। মঙ্গলবার নতুন কমিশনার হিসাবে দুর্গাপুর নগর নিগমে দায়িত্বভার নিয়েছেন অমিতাভ দাস। অমিতাভবাবু দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সচিব ছিলেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও এস অরুণ প্রসাদকে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক হিসাবে রাজ্য সরকার নিয়োগের জন্য বুধবারই বিজ্ঞপ্তি জারি করে। এস অরুণ প্রসাদ কয়েকদিন আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও’র দায়িত্বভার নেন। তাঁকেই রাজ্য সরকার দুর্গাপুর নগর নিগমের নিবার্চন না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলানোর জন্য প্রশাসক নিয়োগ করে।
আগামি ৬ আগস্ট দুর্গাপুর সহ ৬টি পৌরসভা ও একটি নোটিফায়েড এরিয়া অথরিটির নিবার্চনের জন্য রাজ্য সরকার দিনস্থির করে রাজ্য নিবার্চন কমিশনকে চিঠি দিয়েছে। যদিও রাজ্য নিবার্চন কমিশন এই বিষয়ে এখনও কিছুই জানায়নি রাজ্য সরকারকে। দুর্গাপুর নগর নিগমে বৃহস্পতিবারই তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের ৫ বছরের মেয়াদ শেষ হয়েছে। মেয়র, মেয়র পারিষদ ও বরো চেয়ারম্যান সহ কাউন্সিলররা দায়িত্ব ছেড়ে দিয়েছেন নগর নিগমের। ভোটের আবহ তৈরি হওয়ায় শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ৬ আগস্ট দুর্গাপুর নগর নিগমের নিবার্চন হচ্ছে ধরে নিয়েই ভোট যুদ্ধে ময়দানে নেমে পড়েছে। পৌর নিবার্চন সম্পন্ন না হওয়া পর্যন্ত আইএএস অফিসার এস অরুণ প্রসাদই এখন দুর্গাপুর নগর নিগমের সব দায়িত্বভার সামলাবেন বলে জানা গেছে। প্রশাসক এস অরুণ প্রসাদ বলেন, ‘দুর্গাপুর নগর নিগমের অধীন মানুষের দৈনন্দিন অত্যাবশ্যক পরিষেবাগুলি বহাল রাখাই হবে আমার প্রাথমিক কাজ।’