কর্মী ছাঁটাইয়ের জেরে ইন্ডেনের দুর্গাপুর বটলিং প্ল্যান্টের অচলাবস্থা কাটাতে অবশেষে দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরা ও আসানসোল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় যৌথভাবে ইন্ডিয়ান অয়েলে সাথে শুক্রবার একপ্রস্থ আলোচনা সারলেন। দুই প্রশাসনিক প্রধান ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে বিনা নোটিসে হঠাৎ ৮৫জন ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়ার যে বটলিং প্ল্যান্ট থেকে কুকিং গ্যাস সরবরাহে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বড়সড় বিপর্যয় নেমে এসেছে তা দূর করতে ফের ৮৫জন শ্রমিককে কাজে নিয়োগ করার অনুরোধ করেন। মহকুমা শাসক ও আড্ডার চেয়ারময়ান কর্মীদের কাজে যোগদানের পর ঠিকা শ্রমিকদের কর্মদক্ষতা পর্যবেক্ষণ করেই যেন কর্তৃপক্ষ কর্মীদের কাজ থেকে ছাঁটাই করে সেই বিষয়টি দেখার অনুরোধ করেন দুই প্রশাসনিক প্রধান।

সুত্র মারফৎ জানা গেছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ দুই প্রশাসনিক কর্তার এই বার্তা ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের কলকাতার আঞ্চলিক কার্যালয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছেন বলে জানা গেছে। দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, ‘হঠাৎ করে কর্মী ছাঁটাই খুব অমানবিক বিষয়। এতে কর্মীদের ধর্মঘটে বটলিং প্ল্যান্টের কাজ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস পরিষেবা বড়সড় বিপর্যয় নেমে আসতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে। তাই ঠিকা শ্রমিকদের পুনরায় নিয়োগ করে বটলিং প্ল্যান্ট চালু করার অনুরোধ করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকে। বটলিং প্ল্যান্ট চালু হলে পরবর্তি সময় কর্মীদের কর্মক্ষমতা দেখেই খর্মীছাঁটাই করার অনুরোধ করা হয়েছে আইওসি কর্তৃপক্ষকে।’ মহকুমা শাসক বলেন, ‘স্থানীয় আধিকারিকরা আমাদের অনুরোধ কলকাতা আইওসির কার্যালয়ে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন।’ এদিকে দুর্গাপুরের সিপিএম কর্মীরা বিধায়ক সন্তোষ দেবরায়ের নেতৃত্বে বটলিং প্ল্যান্টের ঠিকা কর্মীদের পুর্ননিয়োগের জন্য বটলিং প্ল্যান্টের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় এবং দলীয় কর্মীরা দুর্গাপুর মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দেয়।


বটলিং প্ল্যান্টের গেটে সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায়
Like Us On Facebook