মশা নিধনে ব্লকগুলিকে সাহায্য করতে উদ্যোগী হল এডিডিএ। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনের সমস্ত ব্লকগুলিকে মশা বাহিত রোগ প্রতিরোধে বিভিন্ন এলাকায় ব্লিচিং পাউডার, মশার লার্ভা মারার তেল সহ ফগিং মেশিন (ধোঁয়া যন্ত্র) দেওয়ার পাশাপাশি অত্যাধুনিক ফগিং মেশিন কিনতে অর্থনৈতিক সাহায্য করার কথা ঘোষনা করল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনে বিভিন্ন ব্লকগুলিকে ইতিমধ্যেই ৭০ কেজি ব্লিচিং পাউডার, ১০০০ লিটার লার্ভিসাইড তেল দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লক ও বিএমওএইচকে প্রচারের জন্য হ্যান্ডবিল, ব্যানার-ফেস্টুন দিয়ে সাহায্য করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় আরও বলেন, রাজ্য সরকার ও আরবান ডেভেলপমেন্ট দপ্তরের সহযোগিতায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই জনহিতকর কাজে ব্রতী হয়েছে।