আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘এডিডিএ অনলাইন’-এর বিশেষ সাফল্যের পর গ্রাহকদের ফি জমা দেওয়ার সুবিধাকে আরও সহজ করতে এডিডিএ নিয়ে এল মোবাইল অ্যাপ ‘এডিডিএ পে’ (ADDA PAY)। সোমবার এই অ্যাপের উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় ও সিইও অরুণ প্রসাদ। জানা গেছে, অ্যান্ড্রয়েড এবং আইওএস দু’ধরণের ফোনের জন্যই অ্যপটি ডাউনলোড করা যাবে যথাক্রমে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে।
সোমবার এডিডিএ’র কনফারেন্স হলে এই অ্যাপটির উদ্ধোধন করে চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় বলেন, আগে এডিডিএ’র গ্রাহকরা বিভিন্ন পেমেন্ট অফ লাইনে অফিসে এসে দিতেন। এতে অনেক সমস্যার সন্মুখীন হতে হতো। কিন্তু ছ’মাস আগে ‘এডিডিএ অনলাইন’ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইন পেমেন্ট পরিষেবা চালু হতেই আমরা ভাল সাড়া পাচ্ছি। গত ছ’মাসে অনলাইনে প্রায় ১২.৫ কোটি টাকা এডিডিএ-এর রাজস্ব আদায় হয়েছে।
তাপসবাবু আরও বলেন, এতদিন অনলাইন পেমেন্ট পরিষেবা কেবলমাত্র কম্পিউটার নির্ভর ছিল। মোবাইল অ্যাপ ‘এডিডিএ পে’ চালু হওয়ার ফলে গ্রাহকদের হাতে স্মার্ট ফোন থাকলেই আ্যাপটি ডাউনলোড করে এডিডিএ’র বিভিন্ন ফি জমা দেওয়া সহ বিভিন্ন শংসাপত্রও মিলবে খুব দ্রুত। এডিডিএ’র সিইও অরুণ প্রসাদ বলেন, মোবাইল অ্যাপ ‘এডিডিএ পে’ চালু হওয়ায় আগামী বছর প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব অনলাইনে আদায় করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।
জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে কোন পরিষেবার ফি জমা দিলে সিস্টেমে গ্রাহকদের মোবাইল নম্বর সেভ করা থাকবে এবং ভবিষ্যতে পরিষেবা সংক্রান্ত তথ্য মেসেজের মাধ্যমে গ্রাহক পেয়ে যাবেন। শীঘ্রই এডিডিএ কর্তৃপক্ষ গ্রাহকদের জমা দেওয়া বিভিন্ন ফাইল ট্র্যাক করার পরিষেবাও আনতে চলেছে বলে জানা গেছে।