দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে (সিএমইআরআই)-এর বিজ্ঞানিদের আবিষ্কৃত মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্ট প্ল্যান্ট চাক্ষুষ করতে বুধবার সিএমইআরআই কলোনির জিরো ওয়েস্ট ম‍্যানেজমেন্ট পার্ক পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়।

এদিন তাপস বন্দ্যোপাধ্যায় সিএমইআরআই-এর ডিরেক্টর হরিশ হিরানি ও অন্যান্য বিজ্ঞানিদের সঙ্গে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্ট প্ল্যান্ট বসানোর ব‍্যয় ও দুর্গাপুরের বিভিন্ন এলাকায় কিভাবে বসানো সম্ভব সেই বিষয়ে এক প্রস্থ আলোচনা সারেন বলে জানা গেছে। মাস খানেক আগে রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠি সিএমইআরআই-এর বিজ্ঞানিদের আবিষ্কৃত মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম‍্যানেজমেন্টের পাইলট প্ল্যান্টের উদ্বোধন করেন।

Like Us On Facebook