আলোর উৎসব দীপাবলিতে শব্দ দূষণ রুখতে স্কুল পড়ুয়া থেকে বিভিন্ন আবাসনের বাসিন্দাদের কাছে পৌঁছে শব্দবাজি না ফাটানোর পরামর্শ দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং এবং দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা। বৃহস্পতিবার দুর্গাপুরের দু’টি ইংরেজি মাধ্যম স্কুলে এবং দু’টি হাউসিংয়ের আবাসিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আলোর উৎসব দীপাবলিতে পরিবেশ বান্ধব বাজি ফাটানোর পরামর্শ দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুই পুলিশ কর্তা।

কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং এদিন স্কুল পড়ুয়াদের বোঝান যে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ কতটা প্রয়োজনীয় হয়ে পড়েছে এবং দীপাবলিতে শব্দ বাজি থেকে তৈরি হওয়া শব্দে হৃদরোগীদের প্রাণ সংশয়ের সম্ভাবনা থাকে। তাই আনন্দ যেন কারও পরিবার বিষাদের ছায়া না এনে দেয় সেই কথা স্কুল পড়ুয়াদের ও দুই আবাসনের আবাসিকদের এদিন বোঝান দুই পুলিশ কর্তা। স্কুল পড়ুয়া থেকে আবাসনের আবাসিকরা দীপাবলিতে পুলিশ কর্তাদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।



Like Us On Facebook