অষ্টমীর রাতে দুর্গাপুরের ধান্ডাবাগে অঞ্জলি ব্যানার্জী খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মৃত অঞ্জলি ব্যানার্জীর মেজ জামাই কাঞ্চন অধিকারীকে অবশেষে পুলিশ গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। ১২ অক্টোবর আর এক অভিযুক্ত মৃতার ভাসুরপো প্রশান্ত ব্যানার্জীকে পুলিশ গ্রেফতার করে হেফাজতে নেয়। দুই অভিযুক্তকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে খুনের পুনর্নির্মাণ করতে চায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অঞ্জলি ব্যানার্জীর মেজ জামাই শাশুড়ির বাড়ি হাতানোর জন্য তাঁকে খুনের পরিকল্পনা করে সঙ্গে নেয় মৃতার ভাসুরপো প্রশান্ত ব্যানার্জীকে। প্রশান্ত ব্যানার্জী পুলিশকে জানায়, খুন সংঘটিত করার আগে তারা দুজনে বসে ‌মদ্যপান করে। অষ্টমীর রাতে খুনের পর স্থানীয় মানুষের দাবি মেনে পুলিশ কুকুর এনে এলাকায় তল্লাশি চালায়। পুলিশ মোটামুটি ওই দিনই নিশ্চিত হয়ে যায় মৃতার কোন পরিচিত ব্যক্তি এই খুন সংঘটিত করে গা ঢাকা দিয়েছে। পুলিশ তদন্তে নেমে প্রথমেই মৃতার ভাইপো প্রশান্ত ব্যানার্জীকে গ্রেফতার করে পরে রবিবার মৃতার মেজ জামাই কাঞ্চন অধিকারীকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। যদিও কাঞ্চন অধিকারী আদালতে যাওয়ার পথে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

Like Us On Facebook