দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনের সাফল্যের জন্য সেরা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হল বৃহস্পতিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা।

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, স্কুলের পঠন-পাঠন থেকে স্কুলের নিয়মানুবর্তিতা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও ছাত্র-ছাত্রীদের সাফল‍্যের নিরিখে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল জেলার বিশেষ স্থান দখল করে দৃষ্টান্ত স্থাপন করেছে। অন‍্যান‍্য স্কুলগুলিও সার্বিক প্রচেষ্টা চালালে নেপালি পাড়া হিন্দি হাইস্কুলের মত দৃষ্টান্ত স্থাপন করতে পারে। মহকুমাশাসক সমস্ত ছাত্র-ছাত্রীদের কাছে স্কুলকে এগিয়ে নিয়ে যেতে নিয়মানুবর্তিতা ও স্কুলকে ভালবাসতে পরামর্শ দেন। এদিন দুর্গাপুর নগর নিগমের ডেপুটি মেয়র, বিভিন্ন মেয়র পারিষদ ও কাউন্সিলরা ছাড়াও অনুষ্ঠানে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জী উপস্থিত ছিলেন।

Like Us On Facebook