দুর্গাপুরের সগড়ভাঙায় এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বুধবার। স্থানীয় সূত্রে জানা গেছে, সগড়ভাঙার এন ব্লক আবাসনের কাছে মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গায়ে আগুন লাগা অবস্থায় চিৎকার করতে দেখে আবাসনের বাসিন্দারা কোক ওভেন থানায় খবর দেয়। পুলিশ এসে ওই অজ্ঞাত পরিচয় অগ্নিদগ্ধ ব্যাক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আবাসনের এক আবাসিক বলেন, রাতের অন্ধকারে চিৎকার শুনে জানলা খুলে দেখি এক ব্যাক্তি আগুনে জ্বলছে। পুলিশকে খবর দেওয়া হয়। ওই ব্যক্তি স্থানীয় নয় বলে দাবি করে এন ব্লকের অন্যান্য বাসিন্দারা বলেন, আমরা বুঝতে পারছি না ওই অজ্ঞাত পরিচয় ব্যাক্তি কেনই বা এখানে এলেন। কে বা কারা তাঁকে পুড়িয়ে মারল, বা ওই ব্যাক্তি যদি আত্মহত্যা করে তবে এন ব্লকেই বা কেন এল। বাসিন্দারা এই সব প্রশ্নের কোন সদুত্তর না পেয়ে বেশ ধোঁয়াশায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, যেখানে ওই ব্যক্তিকে জ্বলন্ত অবস্থায় গতকাল রাতে দেখা যায় সেখানে বুধবার সকালে একটি লোহার পাইপ পড়ে থাকতে দেখা যায়। স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দারা ওই ব্যাক্তিকে মারধর করে কেউ বা কারা পুড়িয়ে মারতে পারে বলেও সন্দেহ করছেন। একইসঙ্গে চোখের সামনে এক ব্যক্তির জ্বলন্ত অবস্থায় নির্মম মৃত্যু দেখে বেশ আতঙ্কিত। পুলিশ রহস্যময় এই ঘটনার তদন্তে নেমেছে। অন্যদিকে, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিল চ্যাটার্জী রহস্যময় এই মৃত্যুর রহস্য উন্মোচনে সিআইডি তদন্তের দাবি তুলেছেন।