আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুটির জন্য দলকে উজ্জীবিত করতে বাঁকুড়া ও পুরুলিয়া যাওয়ার পথে বুধবার সকালে ক্ষণিকের জন্য দুর্গাপুরে এলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারে সিটি রেসিডেন্সি হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাঁকুড়া-পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। যুব তৃণমূল কংগ্রেস সভাপতির আগমনকে কেন্দ্র করে সিটি সেন্টার থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত কড়া পুলিশি ব্যবস্থায় মুড়ে ফেলা হয়। দলীয় সমর্থকরাও ব্যানার-ফেস্টুন হাতে দলীয় শ্লোগান দিয়ে যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে অভ্যর্থনা জানায়। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া ও পুরুলিয়ার সভা সেরে দুর্গাপুরে রাত্রি যাপন করবেন এবং দলীয় কর্মীদের সঙ্গে মিলিত হতে পারেন। বৃহস্পতিবার ফের রওনা দেবেন কলকাতার উদ্দেশ্যে।
Like Us On Facebook