কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন বর্ধমান শহরের একাধিক এলাকা। বর্ধমান জেলা আদালত, জেলাশাসকের অফিস সংলগ্ন এলাকা, পার্কাস রোড এলাকা থেকে তেলিপুকুর মোড় সহ জল থইথই অবস্থা শহরের বিভিন্ন এলাকার। ভোগান্তিতে শহরবাসী। ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও। নিকাশী-ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন শহরবাসী। শহর বাড়ছে তাই কোন কোন এলাকায় সাময়িকভাবে জল জমলেও তা কিছুক্ষণের মধ্যেই সরেও যাচ্ছে। পৌরসভা ও পৌরসভা নিযুক্ত সংস্থা প্রতিনিয়তই কাজ করছে বলে জানান বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার।

মঙ্গলবার কয়েক ঘন্টার বৃষ্টিতে প্রায় জল থইথই অবস্থা দেখা যায় বর্ধমান জেলা আদালত চত্বরে। একদিকে যেমন জমা জলের মধ্যেই কোন রকমে ল’ক্লার্কদের বসে থাকতে দেখা যায়, তেমনই জমা জল পেরিয়ে একপ্রকার বাধ্য হয়ে যাতায়াত করতে হয় আইনজীবি, আদালতে আসা বিচারপ্রার্থী সহ অন্যান্যদের। অন্যদিকে, শহরের পার্কাস রোড এলাকায় নোংরা জল নর্দমা উপচে গৃহস্থের বাড়ি ও দোকানে ঢুকে যাওয়ায় স্থানীয়দের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ।

অন্যদিকে, বৃষ্টির ফলে খানাখন্দে ভরা রাস্তাগুলি কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। শহরের তেলিপুকুর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল।বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তায়। জল পরিপূর্ণ অবস্থায় গর্ত বুঝতে না পেরে পর পর দুর্ঘটনার কবলে পরে মালবাহী ট্রাক ও যাত্রী সহ টোটো। রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব স্থানীয়রা।

Like Us On Facebook