প্রতি বছরের মত এবারও অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার উদ্যোগে দু’দিন ব্যাপী কলকাতা-দুর্গাপুর-কলকাতা কার র্যালির আয়োজন করা হয়। ২ সেপ্টেম্বর কলকাতা থেকে শুরু হয় ২৮০ কিলোমিটার দীর্ঘ এই কার র্যালি। ৫০টি গাড়িতে ১০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এই কার র্যালিতে। অংশগ্রহণকারীরা ২ সেপ্টেম্বর কলকাতা থেকে যাত্রা শুরু করে দুর্গাপুরে পৌঁছে রাত্রিযাপন করেন। ৩ সেপ্টেম্বর সকালে অংশগ্রহণকারীরা দুর্গাপুর থেকে পুনরায় যাত্রা শুরু করেন বাঁকুড়া, মেদিনীপুর ও হাওড়া হয়ে কলকাতার উদ্দেশ্যে। উদ্যোক্তারা জানান, এই র্যালির মাধ্যমে অংশগ্রহণকারীরা এবং সাধারন মানুষ পথ নিরাপত্তা ও সবুজ সংরক্ষণে সচেতন হবেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই র্যালিতে অংশগ্রহণ করেন।
Like Us On Facebook