বাঙ্কোলা কোলিয়ারির শ্যামসুন্দরপুর খনিতে এক শ্রমিক কয়লা কাটার যন্ত্রে জড়িয়ে পড়লে তার মৃত্যু হয়, এই ঘটনায় শ্রমিক মহলে শোকের ছায়া নেমে আসে। বুধবার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ভিতরে কয়লা কাটার সময় ভাগিরথি মন্ডল(৩৯) নামে এক শ্রমিক কয়লা কাটার যন্ত্রে জড়িয়ে পড়ে এবং তার মৃত্যু হয়। এই ঘটনার পর শ্যামসুন্দরপুর খনির শ্রমিকরা ক্ষতিপুরণ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।